এম সি কলেজ প্রতিনিধি :সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে শুরু হচ্ছে “রাষ্ট্রবিজ্ঞান” বিভাগের নবীন বরণ ।অনুষ্ঠানটি শুরু হবে বৃহস্পতিবার সকাল ১১ টায়। সিনিয়র ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ সকলের সম্মিলিত ভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জনাব ফরিদ আহমদ এবং উপস্থিত থাকবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও সিনিয়র সকল শিক্ষার্থীরা । নবীনদের হাটি হাটি পায়ে ভরে ওঠে ক্যাম্পাস, উজ্জ্বল হয় এম সি কলেজ, তাই নবীনদের বরণ করা ক্যাম্পাসের বড়দের জন্য একটি দায়িত্ব ।এই দায়িত্ব পালন করার লক্ষ্যেই সকল নবীন ছাত্র-ছাত্রী কে বরণ করা হয়। অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ এখন শুধু সময়ের অপেক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা।