শুভ প্রতিদিন ডেস্ক:
বৃষ্টিতে ভিজায় কষ্ট লাগবে রিকশা চালকদের মাঝে রেইন কোট বিতরণ করেছে সন্ধানী সিওমেক ইউনিট। শুক্রবার দুপুরে সিলেটের উপশহরে কয়েকজন রিকশাচালকদের হাতে রেইন কোট তুলে দেন সন্ধানীর সিলেট এম.এ জী ওসমানী মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীলরা । বৃষ্টির দিনে রেইনকোট পেয়ে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিক্সচালকরাও ।
এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সভাপতি আফরিন জাহান আইয়ুব, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুদুল হাসান, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন ।
ইউনিট সভাপতি আফরিন জানান, একজন রিকশাচালকের জন্য রেইন কোট প্রয়োজনীয় হলেও সীমিত আয় দিয়ে তা কেনা কষ্টকর, তাই আমরা সাধ্যের ভিতরে কয়েকজন রিকশাচালকদের রেইন কোট উপহার দিলাম ।