শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন


রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকের লাশ উদ্ধার, ৩ বেলারুশীয় আটক

রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকের লাশ উদ্ধার, ৩ বেলারুশীয় আটক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্কঃ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক কাজাখস্তান নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রকল্পে কর্মরত ৩ বেলারুশ নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজাখ নাগরিক ভ্লাদিমেস সেভটস (৫০) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমিতের ভাণ্ডাররক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে প্রকল্পের গ্রিন হাউস আবাসিক এলাকায় বিদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই কাজাখ নাগরিক ছুরিকাঘাতে নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সংঘর্ষে কাজাখস্তানের আরেক কর্মী আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রকল্পে কর্মরত ৩ বেলারুশের নাগরিককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা ওই আবাসিক এলাকাতেই থাকতেন,’ বলেন তিনি।

তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাচ্ছে না এবং এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin