শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে অভিহিত করে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার তিনি সিলেটবাসীর উদ্যোশে এক ভিডিও বার্তায় এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রোগীদের ন্যুনতম সেবা দিতে অপারগতা জানালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল ও সীলগালা করে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুততার সঙ্গে নমূনা পরীক্ষার ফলাফল পেতে আরও পরীক্ষা বুথ ও পিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, এমন মহামারী পরিস্থিতিতে ৫০ শয্যার অধিক হাসপাতাল গুলোকে সকল রোগীর চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সিলেটে সংক্রমণ বাড়ছে, তাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি নগরীর আরও দুটি বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।