বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন


রোটারী ই-ক্লাভ অব ৩২৮২ সিলেট এর কমিটি গঠন

রোটারী ই-ক্লাভ অব ৩২৮২ সিলেট এর কমিটি গঠন


শেয়ার বোতাম এখানে

রোটারী ই-ক্লাভ অব ৩২৮২ সিলেট এর ২০১৯ -২০২০ রোটাবর্ষের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। সর্ব সম্মতিক্রমে রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপনকে সভাপতি এবং রোটারিয়ান ফজলুর রহমান জসিমকে সাধারণ সম্পাদক করে নতুন রোটাবর্ষের কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে আই,পি,পি রোটারিয়ান রাসেল মাহবুব পি,এইচ,এফ প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ফয়ছল রানা ভুইয়া, সহ সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান সেলিম, কোষাধ্যক্ষ রোটারিয়ান মুহিবুর রহমান, সার্জেন্ট এন্ড আর্মস রোটারিয়ান এনামুল হাসান খান, ক্লাভ সার্ভিস ডাইরেক্টার রোটারিয়ান জুনেদ আহমদ,কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ফারেস আহমদ চৌধুরী, ভকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান সৈয়দ মেরাজুল হক, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর আনহার আহমদ, ইউথ সার্ভিস ডাইরেক্টর মোঃ সাইফুর রহমান, ক্লাভ এডমিন মোঃ সুজন মিয়া ও রোটারী ফাউন্ডেশন সানজিদা সাদিয়া সামাদ ও প্রমুখ সদস্যবৃন্দ।

গত ০২ জুলাই সিলেটের একটি অভিজাত হোটেলের বলরুমে জিরো আওয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে কলার হ্যান্ড অভারের মাধ্যমে নতুন কমিটি ২০১৯-২০ রোটাবর্ষের দায়িত্ব গ্রহণ করেন। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin