বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন


রোববার সিলেট বিভাগে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত

রোববার সিলেট বিভাগে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট বিভাগে নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ৪৯ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ জন ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সবাই সিলেটের বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২৪৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৪২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৯১ জন, সুনামগঞ্জে ১৩১৬ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারে ৭৪২ জন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১৭ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin