মোস্তাফিজ রোমানঃ
২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল যেনো আবারো ফিরে এলো। সেবার সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া। ২০ বছর পর আবারো ফাইনালে দুই পরাশক্তি। রবিবার আহমেদাবাদের প্রায় এক লক্ষ ৩০ হাজার ধারণক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এবার টুর্নামেন্টে দুর্দান্তে ফর্মে থাকা একমাত্র অপরাজিত দল রোহিত শর্মার ভারত। অন্যদিকে লিগ পর্বে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া টানা আট ম্যাচ থেকে অপ্রতিরোধ্য। তাই ক্রিকেটের দুই পরাশক্তির রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
তৃতীয় শিরোপা লক্ষ নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে শুরু থেকে ব্যাটিং -বোলিং এ দুর্দান্ত রোহিত শর্মার ভারত। বিশ্বকাপে এখনো অপরাজিত। প্রতিটি ম্যাচেই রোহিত, কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুলরাও রান পাচ্ছেন।বোলিং এ বুমরাহ-শামিরা প্রতিপক্ষের ব্যাটারদের তেমন খেলার সুযোগই দিচ্ছেন না। বিশেষ করে প্রথম দিকে চার ম্যাচ সুযোগ না পাওয়া শামি দলে ফিরে নিজের সেরা ফর্মে আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিও । তাই ১ যুগ পর আবারো বিশ্বকাপ জয়ের হাতছানি রোহিত,কোহলিদের সামনে।
অন্যদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই ম্যাচে হারের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি প্যাট কামিন্সের দলকে। টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাস্পিয়নরা। ব্যাটিং এ ওয়ার্নার, ম্যাক্সওয়েল সাথে বোলিং এ মিচেল স্টার্ক,জস হ্যাজলউডরা আছেন দারুন ছন্দে। বিশ্বকাপের ষষ্টবারের মতো শিরোপা জয়ে ব্যাপারো আশাবাদীও তারা।
এদিকে ফাইনালের মঞ্চে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনি বলেন, ‘সত্যি বলতে, ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো মানের পেসার, স্পিনার ও ব্যাটার আছে। প্রতিটা বিভাগেই ভালো পারফর্ম করছে তারা।’ তবে
ফাইনালে তাদের হারানোর কৌশল আমাদের জানা আছে। প্রতিপক্ষকে চাপে রাখার কথা জানান হ্যাজেলউড, ‘দ্বিতীয় ইনিংসে বোলিং করলেও আমরা নতুন বলে বেশ ভালই চাপে রাখছি বিপক্ষ দলকে, প্রথমে বল করার ক্ষেত্রেও একইরকম হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে এবং এটার উপরেই আমরা বেশি জোর দিচ্ছি। আশা করি ফাইনালেও একইভাবে এগুবো।’