শুভ প্রতিদিন ডেস্ক:
তিন দিনের সফরে বুধবার (৬ অক্টোবর) রাতে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সফরে রোমানিয়া ছাড়াও পাশের দেশ সার্বিয়ায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রোমানিয়া সফর প্রসঙ্গে মোমেন বলেন, রোমানিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলেছে। এটা আমাদের জন্য নতুন দুয়ার। সেখানে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক কাজ করছেন, আরও কিছু যাচ্ছেন। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছেন, সেজন্য যাচ্ছি। এ সফরে দেশটিতে শ্রমবাজারে লোকবল সরবরাহ ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা বলব।
ন্যামের ৬০ বছর পূর্তিতে যোগ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোমানিয়া সফরের পাশাপাশি ন্যামের ৬০ বছর পূর্তি হবে। সেখানে ন্যামের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে প্রথম যোগদান করেন, সেদিন থেকে আমরা ন্যামের সঙ্গে আছি।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ছাড়া সব সরকার ক্ষমতায় এসে ন্যামকে অবহেলা করেছে বলে অভিযোগ করেন ড. মোমেন। তিনি বলেন, ন্যাম একটি শক্তিশালী সংগঠন। কিন্তু আওয়ামী লীগ ছাড়া সব সরকারের সময় একে অবহেলা করেছে। ন্যাম আমাদের ভালো বন্ধু।
এ সময় মোমেন জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর জন্য ন্যামের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘে আমাদের পিচ কিপারদের বেতন বাড়িয়েছি ন্যামের সাহায্যে। এটা অনেক কঠিন সংগ্রাম ছিল। ন্যাম সহযোগিতা না করলে এটা হতো না।