সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন


র‍্যাবের অভিযানে সুনামগঞ্জ থেকে ৯২৬ বোতল বিদেশি মদসহ ২ জন আটক

র‍্যাবের অভিযানে সুনামগঞ্জ থেকে ৯২৬ বোতল বিদেশি মদসহ ২ জন আটক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযানে ৯২৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন মৌলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এসময় ফয়সাল (২২) নামে পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক ফয়সাল উপজেলার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে।সকাল সাড়ে ৬টায় অপর আরেকটি অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮৩১ বোতল বিদেশি মদসহ রবিউল আলম রণি (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রণি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin