শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন


লঙ্ঘিত মানবতা

লঙ্ঘিত মানবতা


শেয়ার বোতাম এখানে

অজিত রায় ভজন

দিল্লিতে হচ্ছে কি?
মানবতা লঙ্ঘিত,
গান্ধী-র দেশে আজ
হিংসে-যে সঙ্গী-তো।

মানুষেরা খুনে লাল
রাজপথ রঞ্জিত,
বলি ছেড়ে ওসব-রে
মানবের মন জিত।

মানুষের পরিচয়
সত্য-রে কর্মে,
বিভাজন কেন তবে?
আজ করো ধর্মে ?

জয়গান গাও সবে
মানবতা ঊর্ধ্বে
সবে মিলে শান্তির
নতুন এক ভোর-দে


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin