সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন


লন্ডনে দেড় ঘন্টা লিফটে আটকা মেয়র আরিফ

লন্ডনে দেড় ঘন্টা লিফটে আটকা মেয়র আরিফ


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় দেড় ঘন্টা আটকা পড়েছিলেন লিফটে। জানাযায় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের এনটিভি অফিসে গেলে সেখানের একটি লিফটে তিনি সহ তার সফরসঙ্গী ৭জন লিফটে আটকা পরেন।

হঠাৎ করেই লিফট স্টাক হয়ে পড়ায় প্রথমে সাময়িক মনে হলেও প্রায় দুঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেয়রসহ সফরসঙ্গীদের উদ্ধার করে। তবে এসময় কেউই আহত কিংবা ভীত হয়ে পরেননি। সফররত সঙ্গীরা জানান দীর্ঘ দুই ঘন্টা মেয়র আরিফুল হক চৌধুরী সফরসঙ্গীদের নানানভাবে কথার মাধ্যমে ভীত না হতে অনুপ্রানিত করতে থাকেন।

এদিকে বুধবার বিসিএ আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়রকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনা সত্য তবে আমি মোটেও ভীত হয়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin