শিশুটির নাম ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাব। দক্ষিণ লন্ডনের স্থানীয় সময় সোমবার ভোরে কিংস কলেজ হাসপাতালে মারা যায়। এতেই বোঝা যাচ্ছে করোনা শুধু বড়দেরই নয় শিশুদের ক্ষেত্রেও সমান ঝুঁকিপূণ। তরুণদের নিয়েও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পরিবার বলছে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর শুক্রবার ইসমাইলের কোভিড -১৯ পজিটিভ ধরা পড়ে, এছাড়া তার অন্য বড় কোন স্বাস্থ্যগত সমস্যা ছিল না। ইসমাইলের মৃত্যুতে তার পরিবার ভিষণরকম বিধ্বস্ত হয়ে পড়েছেন।
লন্ডনের কিং কলেজ হাসপাতালের একজন মুখপাত্র ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানান নি।
এই বয়সীদের ক্ষেত্রে শতকরা মাত্র ০.৩% ভাগকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় এবং শতকরা মাত্র ০.০০৬% ভাগ মারা যায় অথবা বিষয়টি এভাবে বলা যায়- এই বয়সীদের ক্ষেত্রে প্রতি ৩০,০০০ আক্রান্তের মধ্যে মাত্র ২ জনের মৃত্যু হয়ে থাকে।
তবে এটিই ঘটছে, ইসমাইলের ঘটনা এটাই প্রমাণ করে।