স্টাফ রিপোর্ট: সিলেট নগরীর লাক্কাতুড়া এলাকার একটি ছড়া থেকে কবীর হোসেন ববিতা (৩২) নামের এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন।
তিনি জানান, লাক্কাতুড়া এলাকার একটি ছড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে নিয়ে এসেছি। বর্তমানে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ্য করে ওসি বলেন, হয়তো কেউ তাকে হত্যা করে ছড়ার রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।