হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ২ টি এক্সাভেটর জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) লাখাই উপজেলার বুল্লাবাজার ও কালাউক বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ২ জন ব্যবসায়ী কে ২টি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলার মনতৈল গ্রামে রাস্তার পাশে খালের উপর ঘর তৈরী করে অন্যান্য প্রতিবেশীদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে এমন অভিযোগে সরেজমিন পরিদর্শন করে বের হওয়ার জন্য পর্যাপ্ত চলাচলের রাস্তা নিশ্চিত করা হয় এবং স্থাপনা তৈরীর কাজ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়।
এছাড়া বুল্লা ইউনিয়নের ভূমাপুর গ্রামে সরকারি খালের পাড় কেটে মাটি কাটা হচ্ছে এই অভিযোগে উক্ত স্থান পরিদর্শন করা হয়। ঘটনাস্থলে গিয়ে মালিক ও চালকবিহীন ২ টি এক্সেভেটর পাওয়া যায়। এক্সেভেটর দুটি জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। অভিযানকালে লাখাই থানা পুলিশের একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ধানের বর্তমান অবস্থা জানার জন্যে বুল্লা হাওর এলাকার বোরো জমি সরেজমিন পরিদর্শন করেন।