নিজস্ব প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে ধলাই নদীতে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র নিখোঁজ হয়েছেন। রোববার বেলা ১টার দিকে ধলাই নদীর জিরোপয়েন্টের ‘সাদাপাথর’ এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হাসানুর রহমান আবীর লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেছে।
সূত্র জানায়, আট বন্ধু মিলে রোববার সাদাপাথর বেড়াতে যান আবির। সেখানে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে নদীতে তলিয়ে যান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে উদ্ধার তৎপরতা চলছে ।