সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন


লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই

লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও বিখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন।

ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানির দেয়া এক বিবৃতিতে জানা যায়, থাইল্যান্ডে অবস্থানকালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শেন ওয়ার্নকে তার বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়।

এমন অবস্থায় ওয়ার্নের পরিবার নিরাপত্তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানায়। সূত্র: ফক্স নিউজ।

ক্রিকেটবিশ্বে সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচিত হন ওয়ার্ন। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ১৪৫ ম্যাচে নিয়েছেন ৭০৮টি উইকেট। ওয়ানডেতে ১৯৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৯৩টি উইকেট। দীর্ঘ সময় আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট ও ওয়ানডের এক নম্বর বোলার ছিলেন এ তারকা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin