লোনা জল বয় অঝোরে
বৃষ্টি ভেবে নাও,
সুখের অবগাহনে মন জুড়িয়ে
গান গাও,
মেঘ হয়ে কাঁদি বলে বৃষ্টির
ধারা ঝরে,
স্বাধ ছিল এ জনমে ভিজবো
দু’হাত ধরে,
দূর হয়ে হয়ে থাকো তুমি, আমি
ছুটে আসি,
পথ যতোই কঠিন হোক
কাঁটা ভালোবাসি,
বিরহীনি আমি হবো তুমি
সুখে থেকো,
প্রতিদান চাইনা কিছুই স্মৃতি
টুকু রেখো,
ভুলতে চাইনা খুঁজে ফিরি
প্রতিক্ষণ,
বারেবারে মনে পড়ে কাঁদে এই
পোড়া মন!!