শুভ প্রতিদিন ডেস্ক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। একই সঙ্গে লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। তাই নতুন করে লঞ্চের ভাড়া বাড়ছে না।
এর আগে রোববার (৮ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিধিনিষেধ শিথিল হওয়ায় বাংলাদেশ রেলওয়ে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে।
সূত্র আরও জানায়, এবার আসন পূর্ণ করেই সব ট্রেন চলাচল করবে। অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা। যাত্রীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে রেলওয়ে। আগামীকাল বুধবার থেকে আন্তনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চালানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আন্তনগর ৩৮ জোড়া এবং মেইল ও কমিউটার ট্রেন ১৯ জোড়া।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ১১ আগস্ট (বুধবার) থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলযাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে এবং সবার মাস্ক পরা রেলে চলাচল করে তার ওপর জোর দেওয়া হবে।
এর আগে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৮ আগস্ট) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের অর্থনৈতিক সচল রাখতে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় সরকার।