সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন


শবে বরাত মইনুল হাসান (আবির)

শবে বরাত মইনুল হাসান (আবির)


শেয়ার বোতাম এখানে

.
আজকে দিনটা মুসলমানদের
প্রিয় একটি শুভ দিন ,
এই দিনেতে সবাই মিলে
মসজিদে গিয়ে মনটা কর বিলীন।
.
দোহাত তোলে দোয়া কর
আল্লাহ পাকের কাছে ,
গরিব দুঃখী সর্বজনে
এক পাশেতে বসে ।
.
গুনাহ গুলোর ক্ষমা চাও
আল্লাহ পাকের কাছে ,
আল্লাহ পাক কবুল করলে
সব মানুষেই বাচেঁ।
.
ছেলেরা সবাই পাঞ্জাবি ও টুপি পরে
মসজিদে যাও চলে,
আল্লাহর কাছে প্রার্থনা কর
সবাই মিলে দোহাত তুলে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin