স্টাফ রিপোর্ট:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিসব উপলক্ষে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুুুলেল শ্রদ্ধা নিবেদন করেছে রক্তবিন্দু ব্লাড ডোনেশন সংস্থা। সংস্থার প্রেসিডেন্ট সুমন ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান মবরুর আহমদ সাজু,
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেটের সাধারণ সম্পাদক , শাহানা চৌধুরী, সংস্থার সাধারণ সম্পাদক মোঃদিলন মিয়া, সিল টিভির ষ্টাফ রিপোর্টার, ফাইজা রাফা। সদস্য, সাদি মোহাম্মদ তারেক,মারুফ আহমেদ, ফারিহা চৌধুরী আনিশা,মইনুল হাসান আবির প্রমুখ।