স্টাফ রিপোর্ট:
আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে সিলেট মহানগর আ. লীগ বিভিন্ন কর্মসূচী ঘোষণা দিয়েছে। কর্মসূচী মধ্যে ১৪ই ডিসেম্বর ২০১৯ সকাল ১০টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং ১৬ই ডিসেম্বর রাতে প্রথম প্রহরে শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পূস্পস্তবক অর্পণ করা হবে।সিলেট মহানগর আ.লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন নগর আ.লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দলীয় কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।