ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী ড.আব্দুল মুক্তাদিরের ছোট ভাই দক্ষিণ সুরমার সিলাম পশ্চিম পাড়া নিবাসী সিলাম পদ্মলোচন বহুমূুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মৌলভী আব্দুল জব্বার ও শহীদ জননী মোসাহেদা খানমের কনিষ্ঠ পুত্র জেলা যুবলীগের সহসভাপতি মিসবাহ উদ্দিনের চাচা, উত্তরা ব্যাংক লিমিটেড এর সাবেক কর্মকর্তা নগরীর পুরান লেনের বাসিন্দা মো.আব্দুল কাদির (সিরাজ উদ্দিন) গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না…. রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বড় ভাই স্ত্রী,২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হজরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে সেখানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সিলাম শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও জলকরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম আহমদ আলী শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি