শুভ প্রতিদিন ডেস্ক : ‘কন্যারে’ গানে কণ্ঠ দিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন শান। এবার ‘বর্ষা বন্দনা’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই গায়ক।
ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘বর্ষা বন্দনা’র মিউজিক ভিডিও। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। অভিজিৎ জিতুর সংগীত পরিচালনায় গানটির সুর করেছেন শান নিজেই।
সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া। এতে মডেল হয়েছেন ফয়সাল দীপ, ইভানা ও পুতুল।