শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমূখ।