শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক পানির পাম্প মেশিন চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(৯ আগস্ট) সকাল ৯ টায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনের দিক নির্দেশনায় উপজেলার পাগলা বাজার থেকে এসআই এমদাদুল হকের সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের শানুর আলীর ছেলে জুমন মিয়া (১৬)।
পুলিশ সুত্রে জানা যায়, গত মে মাসে পাগলা ফিসারিজের ফিডমিল ঘরের সামনে দিয়ে একটি বৈদ্যুতিক পানির পাম্প মেশিন চুরি করে নিয়ে যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। আটকৃত শানুর মিয়ার জবানবন্দিতে আরও ৪/৫ জনের নামের ভিত্তিতে জুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে ইতিমধ্যে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, পূর্বে গ্রেফতার হওয়া আসামির জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকালও আমরা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে মালামালসহ গ্রেফতার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।