শাবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদেরকে গবেষণায় আগ্রহী করে তুলতে ‘বৈজ্ঞানিক গবেষণার কলাকৌশল’ শীর্ষক এক কর্মশালা আয়োজন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘জিডিএন সাস্ট’।
শুক্রবার (১১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সচিব।
সাইফুর রহমান সচিব জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি-১ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কী-নোট স্পিকার হিসেবে গবেষণার বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহিদুর রহমান।
এসময় পরে প্রধান আলোচক গবেষণার মৌলিক ধারণা, গবেষণা পদ্ধতি, তথ্যের বিভিন্ন উৎস, গবেষণায় কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন।
কর্মশালার শুরুতে সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সচিবের সভাপতিত্বে ও আইটি সম্পাদক আরিয়ান বিন জহুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
এসময় ড. হিমাদ্রী শেখর রায় বলেন, চিন্তা ও গবেষণা ছাড়া নতুন কোনো কিছু উদ্ভাবন হবে না। বর্তমান বিশ্বকে এগিয়ে নিতে ও মানুষের জীবনকে আরও সহজ করে গড়ে তুলতে বিজ্ঞান চর্চা ও গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের মনে নতুন নতুন প্রশ্ন ও জানার আগ্রহ থাকতে হবে। আর এ আগ্রহ থেকেই নতুন কিছু উদ্ভাবন হবে। তাই সকল শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যেভাবে গবেষণা করলে মানবতার কাজ হবে, পৃথিবী এগিয়ে যাবে সেভাবে আমকদেরকে গবেষণা করতে হবে। এসময় বিজ্ঞানের নতুন নতুন জিনিস উদ্ভাবন এর পাশাপাশি সমাজের অন্যান্য দিকগুলো নিয়ে গবেষণা করার জন্য শিক্ষার্থীদেরকে উদ্ভুদ্ধ করেন তিনি।