শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মানিকগঞ্জ জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘মানিকগঞ্জ সম্প্রীতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে পপরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিকাশ সরকার এবং সাধারণ সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রদুন্য ঘোষ প্রীতম মনোনীত করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তৌহিদ মামুন, সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজা, ওয়াসিম আদিব, দেওয়ান হাসিবুল হাসান, দীপ্ত মৈত্র, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত শাহরিয়ার, ফাইজ আল নাহিয়ান, শেখ আকাশ, সহ-সাধারণ সম্পাদক শাফিন খান, কোষাধ্যক্ষ মনিকা তরফদার, সহ-কোষাধ্যক্ষ তাসকিরুল হক তামিম , সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শিনজন সরকার, প্রচার সম্পাদক প্রত্যয় রায়, সহ-প্রচার সম্পাদক নিশাত বর্ষা, দপ্তর সম্পাদক আনুসূয়া রায়, সহ-দপ্তর সম্পাদক সৌরভ আহমেদ, সংস্কৃতি সম্পাদক রুহুল আমিন, সহ-সংস্কৃতি সম্পাদক রিফাত জাহান রুহানি, ক্রীড়া সম্পাদক মো. ওবাইদুল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ। এছাড়া কার্যকরী সদস্য তাহমিন তানভীর প্রত্যয় ও দিবাকর বিশ্বাস।