সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন


শাবিপ্রবিতে লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন ছাত্রলীগের

শাবিপ্রবিতে লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন ছাত্রলীগের


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।

বৃহস্পতিবার বিকালে শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান এবং সাবেক উপ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বতরের সামনে কেক কেটে লেখক ভট্টাচার্যের জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। এছাড়া এসময় গরীব ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খাবার এবং মিষ্টি বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সদস্য কাউসার আহমেদ কাইফ, সমাজবিজ্ঞান অনুষদের সহ-সভাপতি আলি আযম রাজু, ফলিত বিজ্ঞান ও প্রোকৌশল অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, সমাজকর্ম বিভাগের সহ সভাপতি নাজমুল করিম, জিইই বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহ সভাপতি পাপলু দাস, লোকপ্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, বাংলা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ চিনু, সাজিদুল ইসলাম সাজিদ, অমিত, শ্রাবণ, বেনজিরসহ অন্যান্য নেতাকর্মী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin