শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


শাবিপ্রবিতে ৯ম ধাপে ভর্তি ৮ মার্চ

শাবিপ্রবিতে ৯ম ধাপে ভর্তি ৮ মার্চ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

নির্দিষ্ট সংখ্যক আসন পূরণ না হওয়ায় ৯ম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ২০২০-২১ সেশনে ৯ম ধাপের ভর্তি শুরু হবে। আজ সোমবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, সোমবার (৮ মার্চ) এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে মেধা তালিকার ৭৪৫৬ থেকে ৮১৫৫ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। একই দিন সকাল ১১টায় বি ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন করতে ১৮২১ থেকে ২০২০ পর্যন্ত মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ডাকা হয়েছে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ১৭৯৫ থেকে ১৮১৪ পর্যন্ত মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ডাকা হয়েছে।

এছাড়া কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এতে এ ইউনিটে মুক্তিযোদ্ধা কাটায় ২০১ থেকে ৪০০ পর্যন্ত, ডিজেবল কোটায় ৩৬ থেকে ৫৩, বি ইউনিটে বিজ্ঞান শাখায় ৬১ থেকে ১১৫, আদিবাসী কোটায় ১৮ থেকে ২৭, মানবিক শাখায় মুক্তিযোদ্ধা কোটায় ১০১ থেকে ১৯২, ডিজেবল কোটায় ৩১ থেকে ৪৫, বাণিজ্য শাখায় ডিজেবল কোটায় ৮ থেকে ১৯ পর্যন্ত ডাকা হয়েছে। তবে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin