সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন


শাবিপ্রবির ‘কিন’র সভাপতি রাহিম, সম্পাদক মোস্তাফিজ

শাবিপ্রবির ‘কিন’র সভাপতি রাহিম, সম্পাদক মোস্তাফিজ


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র ১৭ তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের ইফরাতুল হাসান রাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ মোস্তাফিজুর রহমানকে মনোনীত করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ১৬তম কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণার পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সভায় নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে সংগঠনটি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মেহেদী হাসান নিলয়, সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রিজভী, সাদিয়া রহমান, নেপোলিয়ন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পদে সিদ্দাতুল ইসলাম সাব্বির, যুক্ত-সম্পাদক পদে এরোভিন আল নাঈম, সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবা মোস্তফা সৌরভী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাধুর্য চাকমা, প্রচার সম্পাদক পদে শোয়াইবুর রহমান ফাইয়াজ, সহ-প্রচার সম্পাদক পদে আব্দুস সুক্কুর প্রমি, মোঃ নাঈম হাসান ভূইয়া, মাহামুদ মোমতাহিন সাকিব, ইনজামানুল হক ইরাম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ সালমান আসাদু, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৌমান পুরকায়স্থ, মোঃ রেজোয়ান ইসলাম রিজভী, সহায়তা বিষয়ক সম্পাদক পদে প্রভাত চাকমা, অর্থ সম্পাদক পদে মুনতাসির মাহমুদ তানভীর, সহ-অর্থ সম্পাদক পদে খন্দকার রিফাত মুহতাসিম, শিক্ষা সম্পাদক পদে আদিবা মালিহা, সহ-শিক্ষা সম্পাদক পদে সুদির খিসা, সৈ কি প্রু মারমা, শুভ তঞ্জংগা, শ্রীমতি সোহাগি রানী খাস্ত্রীয়, দপ্তর ও তথ্য সম্পাদক পদে মোসাঃ লাকি খানম, সামাজিক সচেতনতা ও প্রচারণা সম্পাদক পদে মোসাম্মাত ইসরাত জাহান রিফা এবং রক্ত সম্পাদক পদে সৈয়দ ইরফানুল হুদা, সহ-রক্ত সম্পাদক পদে মোঃ নাইমুল হক সোহান ও শুভ রায় সুমিত।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin