শুভ প্রতিদিন ডেস্ক:
অমর একুশে স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগ বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৮টায় শাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে ও সকাল সাড়ে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভাগের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ মোঃ আশরাফুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলসহ বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।