রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন


শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ডাইনিং-ক্যান্টিনে যুক্ত হয়েছে পানি বিশুদ্ধিকরণ ফিল্টার

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ডাইনিং-ক্যান্টিনে যুক্ত হয়েছে পানি বিশুদ্ধিকরণ ফিল্টার


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান করতে নতুন চারটি পানি বিশুদ্ধিকরণ ফিল্টার স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল।

বৃহস্পতিবার(০৭ এপ্রিল) সন্ধ্যায় এসব ফিল্টার স্থাপন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

এর আগে হলের প্রতিতলায় দুইটি করে উন্নতমানের পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হলেও ডাইনিং ক্যান্টিনে বিশুদ্ধ পানির তেমন ব্যবস্থা না থাকায় এমন উদ্যোগ নেন হল প্রশাসন।

বঙ্গবন্ধু হলের ৩০১২ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী মারুফ মিয়া বলেন, আমাদের হলের প্রভোস্ট একজন ডায়নামিক প্রশাসক। রাত কিংবা দিনে যেকোনো সময় প্রয়োজনে স্যারকে পাওয়া যায়। হলের খাবারে নতুনত্ব, পানির ফিল্টার ও শিক্ষার্থীদের প্লেটের যে সংকট ছিল সেট স্যার পূরণ করে দিয়েছে।

হল প্রাধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, হলের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়াই আমাদের কাজ। শিক্ষার্থীদের যেন কোনো ধরণের সমস্যা না হয় এদিকে আমরা সতর্ক থাকি সব সময়। হলের ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কাম্য।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin