রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন


শাহরিয়ার কবির সেলিম হলেন ‘হৃদয়ে ৭১’ ফাউন্ডেশন এর প্রধান পৃষ্টপোষক

শাহরিয়ার কবির সেলিম হলেন ‘হৃদয়ে ৭১’ ফাউন্ডেশন এর প্রধান পৃষ্টপোষক


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক:
হৃদয়ে ৭১ ফাউন্ডেশন এর প্রধান পৃষ্টপোষক হলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম। শুক্রবার (৬সেপ্টেম্বর) হোটেল গুলসানে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন এর ১৭২তম পাঠচক্রে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়ে এম.শাহরিয়ার কবির সেলিম বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এই দায়িত্ব কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।

এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ছাদিকুর রহমান ছাদিক, আব্দুল তাহিদ,রফিকুল আলম চৌধুরী বাবু,নবী হোসেন জীবন।

অনুস্টানের পূর্বে সংগঠনের সদস্য শাহিদুল রহমান বাবলু’র কন্ঠে পাঠ অনুষ্টিত হয়।
বক্তব্য রাখেন জি.এ চৌধুরী আরমান( মিশু),নাজমুল ইসলাম নাঈম,রানা পাটওয়ারী,শহিদুল ইসলাম,শাহ আলম,জুয়েল হাসান মাহি,আপন মিয়া,খন্দকার আহসানুল করিম সোহান,তাহমিদ হাসান ফাহিম,মো:রেদওয়ান, মো: সুহেল প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin