শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ১৩ বছরের এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত রহমত উল্লাহের ছেলে রুবেল মিয়া(২৫) একই গ্রামের আসাদ উল্লাহের মেয়ে নিছপা আক্তার(১৩) রাতে তার চাচার ঘরে যেতে চাইলে রুবেল মেয়েটির মুখে গামছা বেধে পাশ্ববর্তী হালিয়া বিলে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটির চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে রক্তার্ত অবস্তায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন এ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন অভিযোগ পাওয়ার সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও ধরতে অভিযান চলছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে মামলা দেয়া হয়নি।