শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গে আক্রান্ত হয়ে (জ্বর, শ্বাসকষ্ট) শহিদ উদ্দিন জিসনু (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে ইফতেখার আহমেদ সিয়াম।
শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাও গ্রামের মৃত সামছু উদ্দিন এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় শহিদ উদ্দিন জিসনু গত কয়েকদিন যাবত জ্বরে ভোগছিলেন। সোমবার বিকালের দিকে জ্বরের সাথে শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যার সময় তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন থাকা অবস্তায় মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মারা যান তিনি।
হবিগঞ্জ সদর হাসপাতাল কৃতৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠাইয়েছে বলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল।