হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে ট্রেনের টিকিটসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামের আব্দুর নুরের ছেলে মো. সোহেল (৩২), একই গ্রামের আছকির মিয়ার ছেলে মো. হেলাল (২৯) ও হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মো. নুরুল ইসলাম শাহজাহান (৪৫)।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালান। এসময় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেলকে ২০ হাজার, হেলালকে ১৫ হাজার ও নুরুল ইসলাম শাহজাহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।