শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি আটক

শায়েস্তাগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি আটক


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসে আকান্ত সন্দেহে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে স্থাপিত তাফরিদ কটন মিলসের একাউন্টেন হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি রাখা হয়।

হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, নারায়নগঞ্জ ফেরত ওই ব্যক্তি করোনা ভাইরাসে আকান্ত কিনা তা যাচাই বাচাই করতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হবে।

এর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ  মোজাম্মেল হোসেন বলেন, শায়েস্তাগঞ্জের অলিপুরের তাফরিদ কটন মিলসের একাউন্সের দায়িত্বে থাকা এ ব্যক্তি ৫ এপ্রিল কোম্পানী থেকে  ছুটি নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়  যায় তার গ্রামের বাড়িতে যায় । ছুটি শেষে  ১৪ এপ্রিল তার কর্মস্থল তাফরিদ কটন মিলসে যোগদান করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। খরব পেয়ে  পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin