বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত অধর্শতাধিক

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত অধর্শতাধিক


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাগুনীপাড়ায় রাস্তার সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫০জন আহত হয়েছে। বুধবার(২৬ আগষ্ঠ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায় উপজেলার বাগুনীপাড়া গ্রামের মুগা মিয়ার পুত্র হিরন মিয়া ও ফিরোজ আলীর পুত্র মামুন মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির চলা-চলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
বুধবার সন্ধ্যায় রাস্তার সীমানা নিয়ে হিরন মিয়া ও মামুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েে।

এ সময় হেলাল মিয়া (৩২), আব্দুল হাই (৫৫), বানেছা (৫৫), ছুরুক আলী (৫০), আলী হায়দার (৩০), আল মামুন (৩৩) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অন্যন্যাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন সংঘর্ষের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin