শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক সময়ে জন্মনিবন্ধন করলে নাগরিক অধিকার সুরক্ষিত হয়। এ লক্ষ্যে নাগরিকদের সচেতন করা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মাশফিকা হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, ইউনিসেফের ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।