স্টাফ রিপোর্ট: টানা দশবছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের পর এবার মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সাংসদ ডা. দীপু মনি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাননি শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন নাহিদ। তৃতীয়বারের মতো তাকে শিক্ষামন্ত্রী করা হবে কিনা তা নিয়েই চলছিল আলোচনা।
এদিকে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে তার ব্যাপক সমালোচনা।