শুভপ্রতিদিন ডেস্ক:
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় কর্তৃক( ১১ এপ্রিল)গতকাল সোমবার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষ শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিজের সন্তান ভেবে অপত্য স্নেহের মাধ্যমে শিক্ষাদান করার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম বৃহৎ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহ্য। এখানকার শিক্ষকরা খুবই মেধাবী এবং পরিশ্রমী। এখানে প্রধান শিক্ষকের নেতৃত্বে রয়েছে চমৎকার এক মেলবন্ধন। এটাকে সমুন্নত রাখতে এবং এই বিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থানে থেকে ভূমিকা রাখার এবং যে কোনো ধরনের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় সহকারী প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম বকুলসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ আমরা এক পরিবারের সদস্য হিসাবে আমাদের ওপর দায়িত্ব সুচারুরূপে পালন করে বিদ্যালয়ের সার্বিক উন্নতিসহ লেখাপড়ার মান উন্নয়নে সচেষ্ট আছি। তিনি সময়োপযোগী এই পরিদর্শনের জন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।