শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন


শিল্প


শেয়ার বোতাম এখানে

নাসিমা হক মুক্তা

দারুণ এক শিল্পের পাঠকক্ষে
বসিয়েছি তোমাকে
তুমি প্রতিনিয়ত নৃত্য করো হাঁটু গেড়ে বসে
নীরবতার আহার্যে – আমি তুষারের মতো গলে
জগতটাকে দেখি
যার ভেতরে কেউ যেন পুঁতে রেখেছে শস্য
দুজনের চাষের জমিতে
সম্পূর্ণ জেগে ওঠে – অস্তিত্ব
দোষ কী বল এই মহানুভবতার?

” জীবনকে খাচ্ছি, গিলছি
আবার সমুদ্রের তলদেশে ছাড়ছি ও। ”

সময়ের অপচয় করে – গলায় ফুলের মালার
বদনাম একদম নিতে চাই না
প্রাণের উচ্ছ্বলতা চাই
ঘুমকাতুরে জীবন চাই না


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin