সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন


শুভ্রতার শরৎকাল: মইনুল হাসান আবির

শুভ্রতার শরৎকাল: মইনুল হাসান আবির


শেয়ার বোতাম এখানে

 

বর্ষাকন্যার অশ্রুজল বিদায় শ্রাবন দিনে
মুক্ত আকাশে উড়ে মেঘ শুভ্র প্লাবনে
শরতে বেঁজে ওঠে ধানের চারা,
শিউলি,শেফালী ফুলের মন মাতানো ঘ্রাণ
জমিতে আমন ধানের নাচ মাঠভরা।

চারার উপর ঢেউ খেলে উদাসী হাওয়া
ঝিলের জলে সাদা-লাল শাপলা পাওয়া
সবি উঁকি দেয় শরৎ শুভ্রতায়,
সাদা মেঘের ভেলা নীল আকাশে উড়ে
ফুলের শোভা শস্যের শ্যামলতায়।

নদীর তীরে সাদা কাশফুলের হাতছানি
জল আনতে বধু যায় হাতে কলসখানি,
শরৎ শিউলি ফুলের উদাসী হাসি,
নদীর ধারে সূর্যের আলো ঝলমল করে
প্রকৃতির অপরূপ লীলায় সবি খুশি।

পুকুর পাড়ে আমগাছে মাছরাঙা ধ্যান করে
স্বচ্ছ জলে পুঁটি মাছ লম্বা ঠোঁটে ছোঁ ধরে
শরতের স্নিগ্ধ প্রকৃতি আমেজ পায়,
নদীর চড়ে চখাচখি,পানকৌড়ি,বালিহাঁস
পাখির ডাকে মুগ্ধতা ছড়িয়ে যায়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin