বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ হয়েছে। আমরা কখনও শ্রীলঙ্কার মতো হবো না। যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন ততদিন জনগণ কষ্টে থাকবে না। আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আর ২০৪১ সালে মাথাপিছু আয়ে আমরা ভারতকেও ছাড়িয়ে যাবো।
তিনি বলেন, বঙ্গবন্ধু ভোগের রাজনীতি করতেন না, ত্যাগের রাজনীতি করেছেন। আর ত্যাগের রাজনীতি থেকেই বঙ্গবন্ধু নিজ হাতে কৃষক লীগ গঠন করেছিলেন। কৃষক লীগের মর্যাদা অনেক। বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষকলীগ করতে হলে আপনাদের জনগণের সঙ্গী হতে হবে। সবসময় যে কোনও বিপদে জনগণের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন, দেশে করোনার মহামারী হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মুদ্রাস্ফীতি হয়েছে। তারপরও দেশ সুন্দরভাবে চলছে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশেও পেয়েছে। কিন্তু শেখ হাসিনা এ তেলের দাম জনগণের নাগালের মধ্যে রেখেছেন। শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন।
যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আজকে পদ্মা সেতু হয়েছে। এ সেতু নিয়েও বিএনপি কত কথা বলেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত কিছুকে পেছনে ফেলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করেছেন। এ পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশে উন্নয়ন হয়েছে, যা দেশের মানুষ চোখে দেখছে গ্রাম থেকে গ্রামান্তরে। আমেরিকা-কানাডায় যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ কখনও পিছিয়ে পড়বে না। বরং সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।
এরআগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাহ আহমদুর রহমান, প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, সদস্য আব্দুর সবুর সুজা, মহানগর কৃষক লীগের সদস্য শেখ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক সদস্য আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম-আহবায়ক জয়নাল আহমেদ, লামাকাজি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন, অলংকারি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার চৌধুরী, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কমরু মিয়া, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, দশগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন কৃষকলীগের কাউন্সিলরবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।