শুভ প্রতিদিন ডেস্ক:
জাতীয় গনমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসে স্বল্প পরিসরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে গোলাপগঞ্জস্থ কমিশনের কার্য্যালয়ে।
গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড লায়েক আহমদের সভাপতিত্বে ও জেলা শাখার দফতর সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় গনমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সভাপতি শেখ সাইদুর দুলাল, বিশেষ অতিথির বক্তব্য সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল খান, গনমাধ্যম ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান জাহেদ।
জাতীয় গনমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারন সম্পাদক কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মোঃ জলিলুর রহমান, উছমান উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, সদস্য ইয়াহইয়া মিয়া টিপু।
উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ সভাপতি আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জেবুল হাসান, দপ্তর সম্পাদক আং সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল পূর্বে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় গনমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা ও গোলাপগঞ্জ শাখার নেতৃবৃন্দ।