গোলাপগঞ্জ প্রতিনিধি:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় পৌর শহরের আসিদ আলী মার্কেটের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়ের আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডাক্তার জাবেদ আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হিফজুর রাহমান, পৌঁর যুবলীগ নেতা বাহার আহমদ, মুরসেদুর জামান এরাফ, রাসেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সহ সভাপতি সুলেমান আহমদ, আলী হোসেন, রিপলু আহমদ, যুগ্ম সাধারণ মুন্না আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নয়ন আহমদ, মুরসেদ আহমেদ, মিহাদ আহমেদ, আমান আহমদ, হুসাইন আহমদ, সাজন আহমদ সহ জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।