সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন


শ্রীমঙ্গলে উপেক্ষিত স্বাস্থবিধি

শ্রীমঙ্গলে উপেক্ষিত স্বাস্থবিধি


শেয়ার বোতাম এখানে

আবুজার বাবলা, শ্রীমঙ্গল:

দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে চলা করোনা সংক্রমণে স্বাস্থ্য বিধি মানছে না বেশীর ভাগ মানুষ। প্রশাসনের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তা পুরোপুরি পালন হতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতে দেখা যায়নি গণপরিবহন থেকে শুরু করে, মার্কেট, কাচাঁ বাজারে আসা সাধারণ মানুষকে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কি না- তা দেখার জন্য স্থানীয় প্রশাসনের মনিটরিং খুব একটা চোখে পড়েনি।
এভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালনে মানুষের শিথিলতা করোনা সংক্রমণ নিয়ন্ত্রনের বাহিরে চলে যাবার আশংকা করেছেন অনেকে। বুধবার শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকা ঘুরে সর্বত্রই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার প্রবণতা লক্ষ্য করা গেছে।

এদিন দুপুরে শহরের ব্যস্ততম চৌমহনায় দেখা গেছে পরিবহন চালক সহকারীরা টেনে টেনে বাসে যাত্রী তুলতে । সব আসনে যাত্রী তোলা হলেও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেক যাত্রী ও স্টাফদের মুখে মাস্ক দেখা যায়নি। সিএনজি ও ব্যাটারীচারিত অটো রিক্সায় আগের মতো যাত্রী নিয়ে চলাচল করছে। কোথাও জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়নি। বালাই নেই শারীরিক দূরত্ব মানার। কিছু ব্যাংক ও অফিসে ‘নো মাস্ক নো সার্ভিস’ নিয়ম চালু থাকলেও বেশীর ভাগ প্রতিষ্ঠানেগুলোতে হ্যান্ড সেনিটারাইজ ও মাস্ক ব্যবহার করার হার অর্ধেকেরও কম। মাস্ক ব্যবহারে নিয়মের ধার ধারছেন না অনেকে।

শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে চলা একজন বাস কন্ড্রাক্টর জানান, ‘মানুষের মধ্যে এখন আর করোনা ভীতি দেখা যাচ্ছে না। ফলে কেউ স্বাস্থ্যবিধি মানতে চায় না’।

শহরের মিদাদ সপিং সেন্টারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘শ্রীমঙ্গলে দিন দিন করোনা সংক্রমণ বাড়লেও দুঃখজনক ভাবে মানুষের মধ্যে সচেতনা কমে আসছে। এভাবে চলতে সংক্রমণ নিয়ন্ত্রনের বাহিরে চলে যেতে পারে’।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট মঙ্গলবার পর্যন্ত শ্রীমঙ্গলে ১৫৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন শ্রীমঙ্গলে ও ৫ জন শ্রীমঙ্গলের বাহিরে মৃত্যুবরণ করেছেন। সব মিলে সুস্থ্য হয়েছেন ১২৩ জন।

এখন করোনার ‘সেকেন্ড ওয়েভ’ চলছে জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী সতর্ক করে বলেন, আগামী দুই মাস করোনা সংক্রমণ আরো বাড়তে পারে, তবে আসছে শীতে এর প্রাদুর্ভাব কিছুটা কমতে পারে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালনে নানা পদক্ষেপ নিচ্ছি। মোবাইল কোর্ট বসিয়ে জেল জরিমানা করছি। তবে নিজেদের স্বাস্থ সুরক্ষায় সবার মধ্যে আত্মসচেতনতা থাকাটা জরুরী- এ লক্ষ্যে আমরা কাজ করছি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin