শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ১ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১৯আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাঁজা উদ্ধারের কথা জানান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সহিদুল হক মুন্সী।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলাধীন চুনারুঘা থানার ষাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ও চাঁনপুর বস্তির জলিল আহমেদের ছেলে রশিদ মিয়া (২৪)। পলাতক ব্যক্তি একই গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রিমন মিয়া (২৮) বলে জানান তিনি।
এএসপি শহীদুল হক মুন্সি বলেন, গত ১৮ই’ আগস্ট উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানের নাচ ঘরের কাছ থেকে একই এলাকার মৃত মানিক ভৌমিজ এর ছেলে সুমন ভৌমিজ’কে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এর নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।
প্রেস ব্রিফিং এ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার (ওসি) মো. আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, এসআই মো. আলমগীর, মো. আল-আমিন, মো. আসাদুর রহমান, তীথংকর দাস, কাশি শর্মা, ও এএসআই সারোয়োর হোসেন উপস্থিত ছিলেন।
ওসি আব্দুছ ছালেক জানান, আটককৃতদের মাদক আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তি আটকে অভিযান অব্যাহত আছে।