শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বাল্য বিবাহ রুখে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম।
জানা গেছে, শ্রীমঙ্গল সিন্দুরখান রোডের রিক্সাচালক হেলাল মিয়ার কন্যা সুবর্না আক্তার জানু (১৬) মুসলিমবাগের ক্ষুদ্র ব্যবসায়ী সুলতান গাজীর ছেলে রানা গাজী (২১) এর মধ্যে দীর্ঘদিন একে অপরকে সাথে মন দেয়া নেয়ার সম্পর্ক চলে আসছিল।
এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার ৫ জুন আশিদ্রোনের এক কাজী এনে গোপনে বিয়ের কাজ সম্পন্ন করার চেষ্টা করছিলো। এমন সময় এলাকার লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে অবহিত করলে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুদীপ দাশ রিংকুকে ঘটনান্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে অপ্রাপ্ত বয়স্ক বর কনে ও তাদের অভিবাবকদের উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ছেলে ও মেয়েসহ তাদের অভিভাবকদের এই ছোট বয়সে বাল্য বিবাহ করলে কি,কি ক্ষতি হয় এবং এটা একটি আমাদের দেশের আইনের দণ্ডনীয় অপরাধ, অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হয় তা বুঝিয়ে মুছলেখা দিয়ে জালালিয়া রোডের জনৈক সাকির হোসেন টিপুর জিম্মায় দিয়ে দেন। ছেলে ও মেয়ে প্রাপ্ত বয়স হলে সামাজিক ভাবে বিয়ের কথাও বলেন তিনি।