বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন


শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্টে বানরের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্টে বানরের মৃত্যু


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে মৃত বানর উদ্ধার করা হয়েছে।
উপজেলার ভানুগাছ সড়কে বেলতলী এলাকায় রাবার বাগানের কাছে রাস্তার পাশে মৃত অবস্থায় বানরটিকে পড়ে থাকতে দেখেন বাগানের পাহারাদার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চা বাগানের পাহারাদার বানরটিকে পড়ে থাকতে দেখেন। পরে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী সামসুল হককে খবর দেন তারা।
সেখান থেকে লাউয়াছড়া বনের অবস্থান ১ কি:মি: মধ্যে। পথচারীরা জানান, প্রায় সময় এই লাকায় দলবেঁধে বানর ঘুরতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বানরটি বৈদ্যুতিক বা কোন যানবাহনের আঘাতে মারা গেছে। বানরটির লেজে আঘাতের চিহৃ রয়েছে।

কাজী সামসুল হক জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি বানরটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। বন বিভাগকে ফোন করেছিলাম, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সংযোগ পাচ্ছিনা। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টে বানরটি মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin